অবৈধ অভিবাসন ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ব্যাপক ধরপাকড় অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় অবৈধ অভিবাসী হিসেবে ধরা পড়া ভেনিজুয়েলার ১৭৭ জন নাগরিককে গুয়ানতানামো বে কারাগারে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার তারা একটি বিমানে নিজেদের দেশে পৌঁছেছেন। খবর সিএনএনের।
মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানিয়েছে, তাদের ভেনিজুয়েলায় স্থানান্তরের জন্য শুরুতে হন্ডুরাসে পাঠানো হয়েছিল। অবৈধ অভিবাসন ঠেকাতে চলা অভিযানে ধরা পড়া অভিবাসীদের একটি অংশকে গুয়ানতানামো বে কারাগারে পাঠানো হয়। সেখান থেকে ভেনিজুয়েলানদের দেশে পাঠানোর পর নৌঘাঁটিটি প্রায় খালি হয়েছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ কর্মসূচির বন্দিদের রাখার জন্য বানানো কুখ্যাত কিউবা ঘাঁটিতে অভিবাসীদের পাঠানোর বৈধতা নিয়ে অনেক আগে থেকেই প্রশ্ন উঠেছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) ভাষ্য, গুয়ানতানামো বেতে যেসব ভেনিজুয়েলানকে পাঠানো হয়েছিল, তাদের সঙ্গে ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সম্পর্ক রয়েছে, যে অপরাধচক্রটির যাত্রা হয়েছিল ভেনিজুয়েলার একটি কারাগারে।
ভেনিজুয়েলা সরকার এক বিবৃতিতে বলেছে, যেসব ভেনিজুয়েলানকে অন্যায়ভাবে গুয়ানতানামো নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের ফেরত দিতে ভেনিজুয়েলা অনুরোধ জানিয়েছে।