শেষ হলো যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার সময়সীমা। মার্কিন সময় রোববার জমজমাট সমাবেশে ব্যস্ত সময় কাটান হেভিওয়েট ২ প্রার্থী।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাময় ৫ রাজ্য- আইওয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও ফ্লোরিডায় প্রচারণা চালান প্রেসিডেন্ট ট্রাম্প। করোনাভাইরাস ইস্যুকে পাশ কাটিয়ে গুরুত্বারোপ করেন, রেকর্ড অর্থনৈতিক উন্নয়ন, সীমান্ত সুরক্ষা ও সুপ্রিম কোর্টের নিয়োগে।
ট্রাম্পের প্রিয়ভাজনদের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে- ফলগণনায় এগিয়ে থাকলেই মঙ্গলবার রাতে বিজয় ঘোষণার পরিকল্পনা প্রেসিডেন্টের।
এদিকে, জন্মস্থান পেনসিলভানিয়ায় বিশাল সমাবেশের মাধ্যমে প্রচারণায় ইতি টানলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জো বাইডেনের ভাষণে গুরুত্ব পায় কৌশলগত বর্ণবিদ্বেষের বিষয়টি। একইসাথে করোনা মহামারি নিয়ন্ত্রণে প্রেসিডেন্টের ব্যর্থতার খতিয়ানও দেন তিনি। সবশেষ জরিপে এগিয়ে রয়েছেন জো বাইডেন।