Home খেলা সমীকরণ মেলানোর ম্যাচে মুখোমুখি ব্যাঙ্গালুরু-দিল্লি

সমীকরণ মেলানোর ম্যাচে মুখোমুখি ব্যাঙ্গালুরু-দিল্লি

SHARE

প্লে-অফের সমীকরণ মেলানোর ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। সোমবার (০২ নভেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

১৩ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে দিল্লি। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে দুদলই। তবে, শীর্ষ দুই’য়ে থাকার লড়াইয়ে ছাড় দেবে না কেউই। কোয়ালিফায়ারে জায়গা পাকা করার ম্যাচে টিম কম্বিনেশন ভাঙতে চাইবে না ব্যাঙ্গালুরু।

কোহলি, ডি ভিলিয়ার্স, পাড্ডিকালরা আছেন দারুণ ছন্দে। কিছু পরিবর্তন আসতে পারে দিল্লির একাদশে। প্রাভীন দুবের জায়গায় দলে ফিরতে পারেন অক্ষর প্যাটেল। এ ম্যাচেও দ্যুতি ছড়াতে চাইবেন শ্রেয়াস আইয়ার-রাবাদা-শিখর ধাওয়ানরা।