Home জেলা সংবাদ গোদাগাড়ীতে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু

গোদাগাড়ীতে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু

SHARE

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মেয়াদ উত্তীর্ণ অতিরিক্ত মদ্যপানে সেলিম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। মারা যাওয়া সেলিম উপজেলার মাটিকাটা এলাকার মল্লিক পাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

এ ঘটনায় সংকটাপন্ন অবস্থায় আরও দু’জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন- নগরীর মাটিকাটা ভাটা এলাকার ধুলুর ছেলে জিয়া (৩৫) ও আঁচুয়া ভাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে গোলাম রাব্বানী (৪০)।

উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ওই ৩ জনকে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মৃত সেলিমের আত্মীয়রা জানিয়েছেন তিনি মেয়াদ উত্তীর্ণ হওয়া অতিরিক্ত মদ্যপান করেছেন। তবে ময়নাতদন্ত পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।