Home জাতীয় ৩ বছরেই চাহিদা অনুযায়ী পেঁয়াজ উৎপাদনে স্থিতিশীলতা আসবে: কৃষিমন্ত্রী

৩ বছরেই চাহিদা অনুযায়ী পেঁয়াজ উৎপাদনে স্থিতিশীলতা আসবে: কৃষিমন্ত্রী

SHARE

পেঁয়াজের সংকট মোকাবিলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী তিন বছরেই দেশের চাহিদা অনুযায়ী পেঁয়াজ উৎপাদনে স্থিতিশীল অবস্থায় আসবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি আরো বলেন, প্রতি বছরই ৮ থেকে ১০ লাখ টন ঘাটতি থাকে, যা ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি’র নেতৃত্বে চার দলীয় জোটের শাসনামলে দেশে কৃষির উন্নয়নে কোন গুরুত্ব প্রদান করেনি, কৃষিতে চরম অবহেলা দেখিয়েছিল। সারসহ কৃষি উপকরণ নিয়ে চরম হাহাকার ছিল। শুধু সারের জন্য ১৮ জন কৃষককে প্রাণ দিতে হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে।

বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, কৃষি খাতকে আরো আধুনিকায়ন, গুণগত পরিবর্তন এবং প্রযুক্তির বিকাশ ঘটাতে উপজেলা পর্যায়ে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত। এর মাধ্যমে কৃষকেরা সারা বিশ্বে উদ্ভাবিত নতুন প্রযুক্তি, তথ্য-উপাত্ত বিষয়ে প্রশিক্ষণ পেয়ে কৃষি জ্ঞানে সমৃদ্ধ হবেন। আর এভাবেই কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল। এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধানসহ সারাদেশের বিভিন্ন উপজেলার প্রশাসন ও কৃষি বিভাগের প্রায় চার শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।