Home বিনোদন গ্রেফতার পুনম পাণ্ডে!

গ্রেফতার পুনম পাণ্ডে!

SHARE

বিতর্কের আরেক নাম পুনম পাণ্ডে। কখনও খোলামেলা ভিডিও পোস্ট করে, তো কখনও মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে জেলে পাঠিয়ে খবরের শিরোনামে আসেন তিনি। তার বিচিত্র জীবনের নানা খুঁটিনাটি আপডেট মেলে ভার্চুয়াল দুনিয়ায়।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারতের গোয়ায় গিয়ে করা ফটোশুটের ভিডিও শেয়ার করেছিলেন পুনম। আর সেই ভিডিও নেটদুনিয়ায় ঝড় তুলতেই বিপাকে পড়তে হলো তাকে।

অশ্লীল ভিডিও শুট করার অভিযোগে শেষমেশ আটক করা হল সোশ্যাল মিডিয়া সেনসেশন পুনম পাণ্ডেকে। গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার তরফে পুনমের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিলো। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় তাকে।

গোয়া ফরওয়ার্ড পার্টির সহ-সভাপতি দুর্গাদাস কামাতের অভিযোগ, চাপোলি ড্যামে ‘পর্ন ভিডিও’ শুট করেছেন পুনম। ওই জায়গাটি জলসম্পদ দফতরের নিয়ন্ত্রণাধীন। এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া মূলত এখানে শুটিংয়ের অনুমতি দিয়ে থাকে। তাই কীভাবে ওই জায়গায় এমন অশ্লীল শুটিং করার অনুমতি দেওয়া হলো সেই প্রশ্ন করেন ফরওয়ার্ড পার্টির সহ-সভাপতি।

একইসঙ্গে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ার মুখ্যমন্ত্রী এবং জলসম্পদ দফতরের মন্ত্রীর পদত্যাগও দাবি করেন দুর্গাদাস কামাতে।