Home বিনোদন ম্যালেরিয়ায় আক্রান্ত হাউজফুল ফোরের নায়িকা

ম্যালেরিয়ায় আক্রান্ত হাউজফুল ফোরের নায়িকা

SHARE

ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি খারবান্দা। ৬ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি সেলফি প্রকাশ করেন কৃতি। তার ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি ম্যালেরিয়াতে আক্রান্ত। চলতি বছরটি হয়তো অনেকের জন্যই ভালো যাচ্ছে না। তবে দয়া করে কেউ আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না।

আমি ইতিমধ্যেই সেরে উঠছি। এখন অনেকটাই ভালো অনুভব করছি। গতকালের থেকে এখন আমার অবস্থা ভালো। আবার কাজে ফিরতে হবে, অপেক্ষা করছি। সবাই নিজের প্রতি যত্নবান হোন।আপনাদের ধন্যবাদ।’

‘রাজ রিবুট’ দিয়ে ইমরান হাশমীর বিপরীতে বলিউডে পা রাখার কৃতি খারবান্দা এ পর্যন্ত বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে তার সবশেষ হিট সিনেমা ‘হাউজফুল’ সিরিজের চতুর্থ কিস্তি।

বর্তমানে বিক্রান্ত মাসির বিপরীতে একটি সিনেমার শুটিং শুরু করার কথা চলছে কৃতির।