Home খেলা কোহলির অধিনায়কত্বের বিষয়ে দ্বিমত গম্ভীর-শেবাগের

কোহলির অধিনায়কত্বের বিষয়ে দ্বিমত গম্ভীর-শেবাগের

SHARE

টানা আট মৌসুম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব করেছেন বিরাট কোহলি। কিন্তু একবারও পাননি শিরোপার দেখা। সবমিলিয়ে আইপিএলের ১৩ আসরের ইতিহাসে এখনও পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি ব্যাঙ্গালুরু। টানা অষ্টমবার ব্যর্থ হওয়ার পর প্রশ্ন উঠেছে কোহলির অধিনায়কত্ব নিয়ে।

ভারতের সাবেক অধিনায়ক ও বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীরের মতে, [ব্যাঙ্গালুরুর এখন উচিত নতুন অধিনায়ক খোঁজা।] কেননা টানা ৮ বছর ব্যর্থ হওয়া কোনো স্বাভাবিক বিষয় নয়। তবে তার সঙ্গে একমত নন ভারতীয় দলে দীর্ঘদিনের ওপেনিং সঙ্গী ভিরেন্দর শেবাগ।

কোহলির অধিনায়কত্বের প্রশ্নে দ্বিমত দিয়েছেন শেবাগ ও গম্ভীর। শেবাগের মতে, অধিনায়ক বদলালেই সব ঠিক হয়ে যাবে না। বরং ব্যাঙ্গালুরুর উচিত তাদের দলের শক্তি বাড়ানো। কেননা দল যত শক্তিশালী, অধিনায়কও ঠিক ততটাই ভালো।

ক্রিকবাজে শেবাগ বলেছেন, ‘একজন অধিনায়ক ততটাই ভালো, যতটা তার দল। বিরাট কোহলি যখন ভারতের অধিনায়কত্ব করে, তখন সে রেজাল্ট বয়ে আনতে পারে। ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্টি; তিন ফরম্যাটেই সে ম্যাচ জিতে নেয়। কিন্তু রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব করার সময় তার দলই চাহিদামাফিক পারফরম করতে পারে না।’

তিনি আরও যোগ করেন, ‘একটা ভালো দল থাকা যেকোনো অধিনায়কের জন্যই গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি ব্যাঙ্গালুরু ম্যানেজম্যান্টের অধিনায়ক পরিবর্তনের কথা ভাবা উচিত নয়। তার চেয়ে বরং কীভাবে এই দলকে আরও শক্তিশালী করা যায়, সেটিই দেখা উচিত। দলের পারফরম্যানস বাড়ানোর জন্য সম্ভাব্য সব করা উচিত।’

এসময় ব্যাঙ্গালুরুর ব্যাটিংয়ের দৈন্যদশার দিকেও আলোকপাত করেন শেবাগ। এবারের আসরে কোহলি ও ডি ভিলিয়ার্স ছাড়া রান পেয়েছেন শুধু তরুণ ওপেনার দেবদূত পাড্ডিকাল। তবে ম্যাচ জিততে আরও দুজন নিয়মিত রান করা ব্যাটসম্যান প্রয়োজন বলে মনে করেন শেবাগ।

তার ভাষ্য, ‘প্রায় সব দলেরই একটা নির্দিষ্ট ব্যাটিং আছে। কিন্তু ব্যাঙ্গালুরুর সেটা কখনও ছিল না। বিরাট কোহলি ও ডি ভিলিয়ার্সই সব। তারা নিজেদের জায়গা অদল-বদল করে ব্যাটিং করে আসছে। পাড্ডিকাল যেহেতু ভাল করেছে, তাই আমার মতে ব্যাঙ্গালুরুর এখন আরেকজন ভালো ওপেনার ও লোয়ার-অর্ডারে কার্যকরী ব্যাটসম্যান দরকার।’

শেবাগ আরও যোগ করেন, ‘এই পাঁচজন ব্যাটসম্যান হইলেই ম্যাচ জেতার জন্য যথেষ্ঠ। একইভাবে ব্যাঙ্গালুরুকে তাদের দলের ভারতীয় বোলারদের ওপর ভরসা রাখতে হবে। আইপিএলে সবাই রান খরচ করে। বিষয়টা এমন না যে রাবাদা, মরিস বা অন্য কেউ কখনও ব্যাটসম্যানের রোষানলে পড়ে না।’