Home জেলা সংবাদ ভালুকায় সড়ক দুর্ঘটনায় ২ সহোদরের মৃত্যু

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ২ সহোদরের মৃত্যু

SHARE

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাই নিহত হয়েছে। নিহতরা হলো শেরপুর সদরের নুর ইসলামের ছেলে মনিরুজ্জামান (৩৫) ও জোবায়েদুল ইসলাম (৩০) ।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী জানিয়েছেন, গেলো ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় ঢাকাগামী একটি পিকআপ পেছন দিক থেকে সামনের অজ্ঞাত গাড়ীকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে থাকা দুই সহোদর ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।