Home খেলা চূড়ান্ত হয়েছে উয়েফা নেশন্স লিগের শেষ চার দল

চূড়ান্ত হয়েছে উয়েফা নেশন্স লিগের শেষ চার দল

SHARE

চূড়ান্ত হয়েছে ইউরো ২০২০ এর শেষ চার দল। উয়েফা নেশন্স লিগের প্লে অফ জিতে মূল পর্বে উঠেছে স্কটল্যান্ড, হাঙ্গেরি, নর্থ মেসিডোনিয়া ও স্লোভাকিয়া।

এরমধ্যে জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরো খেলবে নর্থ মেসিডোনিয়া। অপর ম্যাচে অঘটন দেখেছে আইসল্যান্ড। প্লে-অফ ‘এ’র ফাইনালে হাঙ্গেরির বিপক্ষে এগিয়ে গিয়েও ২-১ গোলে হারতে হয়েছে দলটিকে। ম্যাচের ১১ মিনিটে জিলফি সিগার্ডসনের গোলে লিড নেয় অভিষেক আসরেই চমক দেখানো আইসল্যান্ড। ম্যাচের শেষ দিকে লয়িক নেগোর গোলে সমতায় ফেরে হাঙ্গেরি। ইনজুরি সময়ে ডমিনিকের গোলে নাটকীয় জয় নিশ্চিত হয় হাঙ্গেরির। সেইসঙ্গে আসরের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে দলটি।

প্লে-অফের অপর ম্যাচে সার্বিয়াকে হারিয়ে মূল পর্বে উঠেছে স্কটল্যান্ড। গ্রুপ-সি এর লড়াইয়ে টাইব্রেকারে ৫-৪ গোলের জয় পেয়েছে স্কটল্যান্ড। এরআগে নির্ধারিত সময়ের ৫২ মিনিটে রায়ান ক্রিস্টির গোলে লিড নেয় দলটি। ৯০ মিনিটে লুকা জোভিকের গোলে সমতায় ফেরে সার্বিয়া। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও গোলের দেখা পায়নি কোনো দল। এরপর টাইব্রেকারে আলেকজান্ডার মিট্রোভিক মিস করলে জয় নিশ্চিত হয় স্কটিশদের।