Home খেলা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ: নেপালেকে হারিয়েছে বাংলাদেশ

ফিফা ফ্রেন্ডলি ম্যাচ: নেপালেকে হারিয়েছে বাংলাদেশ

SHARE

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেপালেকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। করোনার থাবা পেছনে ফেলে দেশের মাঠে ফিরলো ফুটবল। বঙ্গবন্ধুকে উৎসর্গ করা দুই ম্যাচ সিরিজের প্রথমটায় মুখোমুখি বাংলাদেশ-নেপাল। সাদের বাড়িয়ে দেওয়া বল নেপালের জালে জড়িয়ে স্বাগতিকদের লিড এনে দেন নাবিব নেওয়াজ জীবন। ৮০ মিনিটে স্বাগতিকদের লিড ডাবল হয় সুফিলের গোলে।

জেমি ডে’র লাইনআপ অ্যাটাকিং। ৪-২-৩-১ ফর্মেশনে প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছেন গোলকিপার জিকো আর একমাত্র স্ট্রাইকার সুমন। এগিয়ে গিয়ে আরও ধারালো বাংলার ফ্রন্টলাইন। নির্দিষ্ট করে বললে রাইট উইং। নেপালি ডিফেন্সকে জিম্মি বানিয়ে ঐ প্রান্ত দিয়ে সুযোগ তৈরি হয়েছে একের পর এক। কখনও মিস করেছেন ইব্রাহিম, কখনও তপু কখনও আবার জীবন।

ম্যাচ শেষ হবার দশ মিনিট আগে সুযোগ মিস করেননি সুফিল। ২-০ গোলে জিতে আন্তর্জাতিকে ফেরাটা স্মরণীয় করে রাখলো বাংলাদেশ।