Home এইমাত্র বাহরাইনে বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাহরাইনে বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

SHARE

বাহরাইনে সৌরভ (২৮) নামের এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১২ আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ৭ টায় বাহরাইনের হামাদ টাউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের তথ্য ও জনকল্যান প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার। সৌরভ ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নবী নগর থানার বোলাচং গ্রামের সবুজ মিয়ার ছেলে।
স্বজন ও দূতাবাস সূত্রে জানা যায় সৌরভ বাহরাইনে শ্রমবাজার নিয়ন্ত্রন প্রতিষ্ঠান লেবার মার্কেটিং রেগুলেটরি অথারিটি (এল এম আর এ)-এর অধীনে ভিসা (প্লেক্সি) লাগিয়ে অন্য একটি প্রতিষ্ঠানে কাজ করে তার আরও দুই ভাইয়ের সাথে একই রুমে থাকতেন। সোমবার ভোরে যার কাজ করতেন তার ভবনের উপরে সৌরভের ঝূলন্ত লাশ দেখতে পায় সেখানকার লোকজন। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।