বিয়ের জন্য প্রেমিককে রাজি না করাতে পেরে আত্মহত্যা করেছেন ভারতের বিদ্যাসাগর কলেজের এক অধ্যাপিকা। আত্মহত্যার আগে প্রেমিককে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে শেষবারের মতো বিয়ের অনুরোধ করেন তিনি। সেই অধ্যাপিকার নাম শুভ্রা মণ্ডল। তিনি বিদ্যাসাগর কলেজের জিওলোজি বিভাগে অধ্যাপনা করতেন।
পরিবার সূত্রে জানা যায়, শুভ্রার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিলো করিধ্যার বাসিন্দা সুমন চট্টপাধ্যায়ের। নানা অজুহাত দেখিয়ে বিয়ের কথা থেকে সরে আসতেন সুমন। এই দু’জনের মধ্যে সমস্যা চরমে ওঠে। রবিবার রাতে আত্মহত্যার আগেও দুজনের ঝগড়া হয় বলে শুভ্রার পরিবারের দাবি। রাতে খাওয়ার পর নিজের ঘরে চলে যান শুভ্রা। পরে দীর্ঘক্ষণ দরজা না খোলায় বাড়ির লোকেদের সন্দেহ হয়। দরজা খুলে শুভ্রাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পাশেই রাখা ছিল তার মোবাইল। দেখা যায়, আত্মহত্যা করার আগেই সুমনকে শেষবারের মতো ছবি পাঠিয়ে বিয়ের করার জন্য অনুরোধ করেন। কিন্তু সুমন তাতেও রাজি না হওয়ায় চরম সিদ্ধান্ত নেন শুভ্রা।
এই ঘটনার পর সিউড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। গ্রেফতারও করা হয়েছে সুমনকে।