Home অন্যান্য ‘সাহস’ নিয়ে বাগেরহাটে অর্ষা

‘সাহস’ নিয়ে বাগেরহাটে অর্ষা

SHARE

দর্শক নন্দিত অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। এবার সাহস নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।
গেলো ২২ নভেম্বর প্রাকৃতিক সৌন্দর্যের শহর বাগেরহাটে ছবিটির শুটিং চলছে। বর্তমানে সেখানেই ছবিটির শুটিং-এ অংশ নিচ্ছেন অর্ষা। তার সঙ্গে রয়েছেন ভিন্নধারার চলচ্চিত্রের মেধাবী অভিনেতা কাজি ইমরান নূর।

এছাড়াও থিয়েটার রেপার্টোরি বাগেরহাটের একদল শিল্পী এই ছবিতে অভিনয় করছেন। স্থানীয় থিয়েটার এসব শিল্পীদের অডিশনের মাধ্যমে বাছাই করা হয়। সেখান থেকে প্রায় ৫০ জন তরুণ শিল্পী এই চলচ্চিত্রে অভিনয় করছেন৷ ছবিটি পরিচালনা করছেন সাজ্জাদ খান।

উল্লেখ্য, লাক্স তারকা অর্ষা অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে ক্রশ অ্যাকশন, চাঁদ-ফুল-অমাবস্যা, স্বপ্ন সহচারী, দ্বন্দ্ব, আমার কথাটি ফুরালো না, ফিরে ফিরে আসা, স্বদেশ, সাতকাহন, প্রিয়া। তার অভিনীত মোজো এনার্জি ড্রিংক, হুইল পাউডার, মার্শাল ফ্রিজ, নাম্বার ওয়ান কনডেন্স মিল্কসহ বেশ কিছু বিজ্ঞাপনও দর্শকপ্রিয়তা পায়।