Home এইমাত্র ৯ দিনের ছুটি শেষে আজ শেয়ারবাজারে লেনদেন শুরু

৯ দিনের ছুটি শেষে আজ শেয়ারবাজারে লেনদেন শুরু

672
0
SHARE

টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবারও শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে। সর্বশেষ ৮ আগস্ট শেয়ারবাজারে লেনদেন হয়েছিল। এরপর সাপ্তাহিক, বিশেষ, সরকারি ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে ৯ থেকে ১৭ আগস্ট দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ ঘোষণা করা হয়।

ছুটির আগে সর্বশেষ কার্যদিবসে দুই বাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছিল। সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশা লম্বা ছুটির পর বাজারে আবারও ইতিবাচক ধারায় ফিরবে। তবে শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ হয় কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আজকের দিনের লেনদেনের জন্য।

বাজার–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত জুনে আর্থিক বছর শেষ হওয়া অনেক কোম্পানি এখনো বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ঈদের ছুটির পর আস্তে আস্তে সেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করতে শুরু করবে। কোম্পানিগুলো বিনিয়োগকারীদের জন্য ভালো লভ্যাংশ ঘোষণা করলে তাতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর কোম্পানিগুলো বিনিয়োগকারীদের প্রত্যাশিত লভ্যাংশ না দিলে তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে।