Home জাতীয় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৮

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৮

SHARE

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮০৭ জনে।

এছাড়া একই সময় ১৩ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৭৫ হাজার ৮৮৯ জনে।

গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ৪৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৩ হাজার ৪০৫ জন হয়েছে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আজ শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।