Home জাতীয় ফুলবাড়িয়া সুপারমার্কেটের অবৈধ ২৫০ দোকান উচ্ছেদ

ফুলবাড়িয়া সুপারমার্কেটের অবৈধ ২৫০ দোকান উচ্ছেদ

SHARE

রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এর ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ অভিযান শেষে ডিএসসিসির অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) হায়দার আলী এ তথ্য জানান।

এর আগে আজ বেলা সাড়ে ১১টায় ওই সুপারমার্কেট-২ এর এ, বি ও সি ব্লকের (সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজা) ৯ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীদের বাধার সম্মুখীন হয় ডিএসসিসির লোকজন। এরপর দুপুর ১টার দিকে থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, এএইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপা।

উচ্ছেদ অভিযান শেষে হায়দার আলী বলেন, সবার সহযোগিতায় আমরা আজকে প্রায় ২৫০টির মতো অবৈধ দোকান উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। মার্কেটের ভেতরে বেজমেন্টে অনেক অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে ভেঙে ফেলব। ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রক্রিয়ার অংশ হিসেবেই বাইরের স্থাপনা উচ্ছেদ করেছি।

তিনি আরও বলেন, আপনারা জানেন সকালে এখানে পরিস্থিতি উত্তপ্ত ছিল, আমরা বিধি-মোতাবেক আইন অনুসারে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি বলে কোনো বাধা-বিপত্তি আমাদেরকে দমাতে পারেনি। ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় যেখানে-যেখানে অবৈধ স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে আমরা সেগুলো ঘুড়িয়ে দেবো।