Home আইন আদালত আয়াজ হত্যা : একজনের আমৃত্যু কারাদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

আয়াজ হত্যা : একজনের আমৃত্যু কারাদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

SHARE

কলেজে ফুটবল টুর্নামেন্টের বিরোধের জেরে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজ হককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে করা মামলায় আসামি ইনজামামুন ইসলাম ওরফে জিসানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড আসামিরা হলেন-তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম ও আরিফ হোসেন রিগ্যান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আর তিন মাসের কারাভোগ করতে হবে।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জিসানকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে কারাগারে আটক আসামি ইনজামামুন ইসলাম ওরফে জিসান ও তৌহিদুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এর পর আদালত তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। এ সময় আসামিদের সাজা পরোয়ানা করে পাঠানো হয়।