Home খেলা এভারটনের মাঠে চেলসির হার

এভারটনের মাঠে চেলসির হার

SHARE

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ফের হারের তেতো স্বাদ পেয়েছে চেলসি। শিরোপাপ্রত্যাশীদের হারিয়ে দুই ম্যাচ পর জয়ের পথে ফিরেছে কার্লো আনচেলত্তির দল। গুডিসন পার্কে শনিবার ১-০ গোলে জিতেছে এভারটন।

ম্যাচের শুরু থেকে বল দখলে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল আধিপত্য করলেও প্রথম সুযোগটি পায় এভারটন। তবে ৬ষ্ঠ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিশার্লিসনের দুর্বল শট সহজেই ধরে ফেলেন গোলরক্ষক এদুয়াঁ মঁদি। ২২তম মিনিটে সিগুর্দসনের সফল স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে মঁদি সামনে এগিয়ে ডমিনিক ক্যালভার্ট-লুইনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

২৫তম মিনিটে রিস জেমসের ফ্রি-কিক বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। পরের মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জেমসের নিচু শট পিকফোর্ডের হাত ছুঁয়ে পোস্টে লাগে।

৬৩তম মিনিটে ক্যালভার্ট-লুইনকে বেন চিলওয়েল ডি-বক্সে ফেলে দিলে এভারটনকে আবার পেনাল্টি দিয়েছিলেন রেফারি। তবে ভিএআরের সাহায্যে ক্যালভার্ট-লুইন অফসাইডে থাকায় তা বাতিল করা হয়।

৮০তম মিনিটে ম্যাসন মাউন্টের ফ্রি-কিক পোস্টে লাগলে সমতায় ফেরা হয়নি চেলসির। চার মিনিট পর অলিভিয়ে জিরুদ বল উড়িয়ে মারলে হারের হতাশায় মাঠ ছাড়তে হয় সফরকারীদের। সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচ পর হারল চেলসি।

লিগে ১২ ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া চেলসি ২২ পয়েন্ট নিয়ে আগের মতো তৃতীয় স্থানেই আছে। ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে সাতে আছে এভারটন। ম্যানচেস্টার ইউনাইটেড ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে আছে। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরই আছে সিটি। ১১ ম্যাচে সমান ২৪ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে ও টটেনহ্যাম হটস্পার শীর্ষে আছে।