Home রাজনীতি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে আ’লীগ নেতাদের শ্রদ্ধা

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে আ’লীগ নেতাদের শ্রদ্ধা

SHARE

বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ নেতারা।

বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এ সময় বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার লক্ষে এগিয়ে যাচ্ছে দেশ বলেও জানান তারা।