Home খেলা করোনামুক্ত হলেন জামাল ভূঁইয়া

করোনামুক্ত হলেন জামাল ভূঁইয়া

SHARE

করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। যে কারণে কাতারের দোহায় একটি হোটেলে আইসোলোশনে ছিলেন এতদিন। আশার কথা, এই মিডফিল্ডার এখন করোনাভাইরাসমুক্ত।

শনিবার করোনা পরীক্ষা করে নেগেটিভ ফল পেয়েছেন জামাল। এখন শিগগিরই তার বাংলাদেশে ফেরার কথা। এমনটি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে কাতারের বিপক্ষে খেলার পরই করোনা ধরা পড়ে জামালের। এখন করোনা মুক্ত হয়ে মাঠে ফেরার অপেক্ষায় এই তারকা মিডফিল্ডার। আগামী এপ্রিল পর্যন্ত জামালের খেলার কথা ভারতের আই-লিগে। সেখানে কলকাতা মোহামেডানের হয়ে মাঠে নামার কথা তার।

জামাল নিজেও সেখানে খেলার জন্য উদগ্রীব হয়ে আছেন। আগেই বলেছিলেন, কলকাতা মোহামেডান তাকে চায়। তাই যত দ্রুত সম্ভব পুরোপুরি সুস্থ হয়ে কলকাতা যেতে মুখিয়ে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক।