Home রাজনীতি দ্বিতীয় ধাপের ২১টি পৌরসভায় আ. লীগের বিদ্রোহী ৪০ জন

দ্বিতীয় ধাপের ২১টি পৌরসভায় আ. লীগের বিদ্রোহী ৪০ জন

SHARE

দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনে ২১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী হয়েছেন ৪০ জনের বেশি প্রার্থী। এসব বিদ্রোহী প্রার্থীদের মধ্যে তিনজন বর্তমান মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, ৭টি পৌরসভায় বিএনপির বিদ্রোহী সাতজন। সব মিলিয়ে পৌরসভাগুলোতে স্বতন্ত্র প্রার্থী ৩১ জন।

দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় নির্বাচন ১৬ই জানুয়ারি। এসব পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপিসহ সব মিলিয়ে প্রার্থী ২২৫ জনের বেশি। এরমধ্যে ২১ টি পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪০ জন।

মেহেরপুরের গাংনী, নাটোরের গুরুদাসপুর ও নলডাঙ্গা, দিনাজপুর সদর, বিরামপুর ও বীরগঞ্জ, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, কিশোরগঞ্জ সদর, সুনামগঞ্জ সদরসহ ২১ পৌরসভায়।

এদিকে, ৭টি পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী ৭ জন। এছাড়া ২৮টি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩১ জন।

দ্বিতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি ছাড়াও অংশ নিচ্ছে জাতীয় পার্টি, ইসলামিক আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী। তবে, তাদের কারোরই বিদ্রোহী প্রার্থী নেই।