নতুন করে উত্তেজনা দিয়েছে ভারত-পাকিস্তানে। এই অবস্থায় ভারতকে ফের ফাঁকা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার। তার মন্তব্য, ভারতীয় সেনার মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। তবে এই কথাকে গুরুত্ব দিতে নারাজ ভারত। পাকিস্তান সেনাপ্রধান আরও বলেন, সম্পূর্ণ প্রস্তুত আছি যে কোনও হত্যা বা আগ্রাসনের বিরুদ্ধে।
অন্যদিকে, জেনারেল বাজওয়া বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে আবহাওয়া, ভূখণ্ড এবং শত্রুদের চ্যালেঞ্জ সত্ত্বেও সেনাবাহিনীর প্রস্তুতি এবং মনোবলের প্রশংসা করেন।
গত কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা তুলে নিয়েছে মোদি সরকার। ভারত-পাকিস্তান সীমান্তে দেখা দেয় উত্তেজনা। আর এই উত্তেজনা যেন কিছুতেই থামছে না