Home জাতীয় কাশ্মিরে ৭৫ নেতাকর্মী গ্রেফতার

কাশ্মিরে ৭৫ নেতাকর্মী গ্রেফতার

SHARE

কাশ্মিরের জেলা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্রবিরোধী জোটের জয় পাওয়ার পর রাজ্যের অন্তত ৭৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

গত ২৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আট ধাপের জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচন হয়। বুধবার প্রকাশিত ফলে দেখা গেছে, ২৮০ আসনের মধ্যে পিএজিডি পেয়েছে ১১২টি, বিজেপি ৭৪টি এবং জোটের সমর্থনকারী কংগ্রেস ২৬টি আসন পেয়েছে। গত বছর কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পর প্রথম নির্বাচনে মোদি সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিলো কাশ্মিরিরা।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী নেতা ও নিষিদ্ধঘোষিত দল জামায়েতে ইসলামির সদস্যরা রয়েছেন।

মোদিবিরোধী জোটের শরিক ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র ইমরান নাবি দার জানিয়েছেন, এই গ্রেপ্তার জনগণের রায়কে অবমাননা।

ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, জোটের এই বিজয় এটাই দেখিয়েছে যে, কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলে মোদির সিদ্ধান্ত রাজ্যের বাসিন্দারা মেনে নেয়নি।