Home জাতীয় রামপুরায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ আটক তিন

রামপুরায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ আটক তিন

SHARE

রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ তিন জনকে আটক করেন র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) র‍্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-১০ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রামপুরা থানা এলাকার জাকির গোল্লির শুকরিয়া ভবনে ২৮ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে ৫৫ কোটি টাকা মূল্যের ইউরোনিয়ামসহ তিন জনকে আটক করেছে।

আটকৃতরা হলেন- এবিএম সিদ্দিকী প্রঃ বাপ্পী (৫৯), মো. আক্তারুজ্জামান(৩৩), মো. মিজানুর রহমান(৫০)।

এসময় তাদের কাছ থেকে ১টি চামড়ার বাক্স, ১টি ছোট চামড়া ও স্টীলের বাক্স যাহার গায়ে উপর ইংরেজীতে URANIUM ATOMIC ENERGY METALIC ELEMENT ATOMIC WEIGHT 222.07 (A) 2L.B LABPROS, ১ টি রিমোট, ১ টি ম্যানুয়েল বই, ১টি গ্যাস মাস্ক, ১টি ইলেটকট্রিক মিটার, ১টি রাবারের ড্রপার, ১টি স্টীলের ঢাকনাযুক্ত কাচের পট, ৫টি কাচের তৈরি ছোট চিকন পাইপ ১টি কেচি, ১টি মিটার, ১টি কালো কম্পাস, ২ টি পাইপ সদৃস্য বস্তু, ১ টি মেটাল ছাকনি, ১টি ক্যাটালগ, ১ জোড়া হ্যান্ড গ্লাভস, একটি চামড়ার জ্যাকেট (গাউন) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানায়, তারা বিভিন্ন উৎস হতে অবৈধভাবে ইউরেনিয়াম ক্রয় করে তা বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মালামাল ও আসামীদের রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।