Home জাতীয় ৬ই জানুয়ারি থেকে সৌদিতে বিমান বাংলাদেশের ফ্লাইট চলাচল শুরু

৬ই জানুয়ারি থেকে সৌদিতে বিমান বাংলাদেশের ফ্লাইট চলাচল শুরু

SHARE

৬ই জানুয়ারি থেকে সৌদি আরবে বিমান বাংলাদেশের ফ্লাইট চলাচল শুরু হবে, এছাড়া টিকিট দেয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে।
আজ রবিবার বিকেলে বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোদি সরকার ১৪ দিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ৬ই জানুয়ারি থেকে সোদি আরবগামী ফ্লাইট আবার নিয়মিতভাবে চলাচল করবে।

এদিকে সৌদির নিষেধাজ্ঞার কারণে বাতিল হওয়ায় ফ্লাইটের যাত্রীদের বিমানের টিকিটের জন্য বিমানের ওয়েবসাইটে এ দেয়া শিডিউল অনুযায়ী বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে। এর আগে দুপুর ২টা থেকে সব ফ্লাইট চলাচল স্বাভাবিক করে সৌদি সরকার।