Home জাতীয় ‘প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় করোনা মোকাবিলা সম্ভব হচ্ছে’

‘প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় করোনা মোকাবিলা সম্ভব হচ্ছে’

SHARE

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারণেই দেশে সফলভাবে করোনা মোকাবিলা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রাজধানীর একটি হোটেলে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের কেএন-৯৫ মাস্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে বিশ্বজুড়ে মহামারি পরিস্থিতি তৈরি হলেও দেশের অর্থনীতি, স্বাস্থ্যখাতসহ কোনও খাতেই করোনার তেমন প্রভাব পরেনি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, করোনা সংক্রমণের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে প্রায় বিশ হাজার পিস নকল মাস্ক সরবরাহের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারকাজ চলছে। নকল মাস্ক সরবরাহের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার জেএমআইয়ের চেয়ারম্যান জামিনে মুক্তি পান গত ১৫ আক্টোবর।