Home আন্তর্জাতিক ব্রাজিলে করোনায় আরও ৫৭৩ জনের মৃত্যু

ব্রাজিলে করোনায় আরও ৫৭৩ জনের মৃত্যু

SHARE

ব্রাজিলে অপরিবর্তিত রয়েছে সংক্রমণ হার। তবে বেড়েছে সুস্থতা। ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় তিনগুণ রোগী সুস্থতার লাভ করেছেন। পাশাপাশি প্রাণহানি ঘটেছে আরও ৫৭৩ জনের। দেশটিতে বর্তমানে অনেকটা স্বাভাবিক জীবনযাত্রা চলছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ৫৪ হাজার ৫৬০ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৫৭৩ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৯৬ হাজার ৫৯১ জনে ঠেকেছে।

অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন ৬৮ লাখ ৭৫ হাজার ২৩০ জন রোগী। এর মধ্যে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৬২ হাজার ২২২ জন।

গত বছরের ২৬ ফেব্রুয়ারিতে দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত একজনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এর পর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন।