Home জাতীয় ডিএমপিতে ৬ পুলিশ কর্মকর্তা বদলি

ডিএমপিতে ৬ পুলিশ কর্মকর্তা বদলি

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে অভ্যন্তরীণ বদলি করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তাগণ হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দিনকে আইসিটি বিভাগ, সদর দপ্তর ও প্রশাসন বিভাগের পুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিনকে এস্টেট বিভাগ, স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগের পুলিশ পরিদর্শক আজিজুল হক মিঞা পিপিএমকে দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)।

এছাড়া লাইনওআর এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. শফিকুর রহমানকে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম বিভাগ, মো. ইসরাফীল হোসেন ভূইয়াকে গোয়েন্দা মিরপুর বিভাগ ও মো. মেহেদী হাসান পিপিএম কে প্ল্যানিং, রিচার্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।