Home আন্তর্জাতিক ১৬ই জানুয়ারি থেকে ভারতে করোনার টিকা দেয়া শুরু

১৬ই জানুয়ারি থেকে ভারতে করোনার টিকা দেয়া শুরু

SHARE

ভারতজুড়ে আগামী ১৬ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে করোনা টিকাকরণ কর্মসূচি৷ আনুমানিক ৩ কোটি টিকা দেয়া হবে৷ অগ্রাধিকার ভিত্তিতে আগে স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেয়া হবে৷ তারপর ৫০ বছরের উর্ধ্বের ব্যক্তিরা পাবেন এই টিকা এবং এর সঙ্গে পঞ্চাশের নীচে যাদের কো-মর্বিডিটি (সংখ্যাটা আনুমানিক ২৭ কোটি) রয়েছে তাদের টিকাকরণ কর্মসূচির আওতায় রাখা হবে৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন৷ সেখানেই সিদ্ধান্ত নেয়া হয় ১৬ই জানুয়ারি থেকে দেশটিতে টিকাকরণ শুরু করার৷