Home জাতীয় সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে বাংলাদেশ

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে বাংলাদেশ

SHARE

সিঙ্গাপুরের অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে বাংলাদেশ। এজন্য ১৩৮ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার দুপুরে অনুষ্ঠিত সভায়, ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে প্রায় ১০৮ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে। এছাড়াও, ন্যাশনাল হাউজ হোল্ড ডাটা বেইজ প্রকল্পে পরামর্শক সেবা, পল্লি জনপদ নির্মাণ, ও বিশতলা বাংলাদেশ সচিবালয় ভবনের ক্রয় সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

এর আগে গ্রিসের এথেন্সে নির্মাণ হতে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনটেনিয়াল স্কুলের অর্থ ব্যয়কে সরকারি ক্রয় আইন ও নীতিমালার আওতার বাইরে রাখার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।