Home আন্তর্জাতিক আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে ৫৪০০ মার্কিন সেনা

আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে ৫৪০০ মার্কিন সেনা

SHARE

আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে ৫৪০০ মার্কিন সেনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের তালেবান নেতারা একটা খসড়া চুক্তির বিষয়ে একমত হয়েছেন। ওই চুক্তি সম্পাদিত হলে ৫ মাসের মধ্যে আফগানিস্তানে পাঁচটি সামরিক ঘাঁটি থেকে ৫ হাজার ৪০০ মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

তবে, সব কিছু নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মর্জির উপর। বর্তমানে ১৪ হাজার মার্কিন সেনা আফগানিস্তানে মোতায়েন আছে।
আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সেদিক সিদ্দিকী সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান মধ্যস্থতাকারী জালমে খালিলজাদ ওই প্রস্তাবের গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য জানিয়েছেন এবং সরকারি কর্মকর্তারা তা নিয়ে আলোচনা করবেন। খালিলজাদের টিমের সঙ্গে আরও আলোচনা অব্যাহত থাকবে।