ভাসানচরে থানা স্থাপন করার ফলে রোহিঙ্গাদের মধ্যে বিশ্বাস স্থাপন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর ভাসানচরে নবনির্মিত পাঁচতলা ভবন বিশিষ্ট ভাসানচর থানার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘থানা স্থাপনের ফলে ভাসানচরে আরো রোহিঙ্গা আসতে উদ্বুদ্ধ হবে। এ ছাড়া রোহিঙ্গারা চলে গেলেও শান্তি স্থাপনে এ থানা ভূমিকা রাখবে।’
আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘এ এলাকায় থানা স্থাপনের ফলে ভাসানচরে রোহিঙ্গাদের মধ্যে বিশ্বাস স্থাপন হবে ও তাদের মধ্যে বিদ্যমান কোনো সমস্যা থাকলে তা নিরসন করবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন ও নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর।
নবনির্মত ভাসানচর থানায় একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দুজন উপপরিদর্শক (এসআই), দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১৬ জন নারীসহ মোট ২০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে।