Home আইন আদালত কক্সবাজারে ৪৫ হাজার টাকার জাল নোটসহ আটক ২

কক্সবাজারে ৪৫ হাজার টাকার জাল নোটসহ আটক ২

SHARE

কক্সবাজার সদরে অভিযান চালিয়ে ৪২ হাজার টাকার জাল নোটসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর থানার জানারঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ সূত্র।

আটককৃতরা হলেন- মৃত জামাল আহমদের ছেলে নূরুল ইসলাম (৪৫) ও মৃত ওলামিয়ার ছেলে মুহাম্মদ আলী (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার সদরের জানারঘোনা এলাকা থেকে নূরুল ইসলাম ও মুহাম্মদ আলীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা ৪৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।