Home জেলা সংবাদ টেকনাফে ৩ হাজার পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ

টেকনাফে ৩ হাজার পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ

SHARE

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ করা হয়েছে । বৃহস্পতিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লে.শাহ জিয়া রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের তথ্য পেয়ে বড়ইতলী এলাকায় কোস্টগার্ডের টহলদল একটি সন্দেহজনক ইজিবাইকে থামার সংকেত দিলে ইজিবাইকের চালক কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। পরে ইজিবাইকটি তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবাসহ ইজিবাইকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
জব্দ ইজিবাইক ও ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।