Home খেলা এমবাপে-মারিয়ার গোলে জয় পেল পিএসজি

এমবাপে-মারিয়ার গোলে জয় পেল পিএসজি

SHARE

লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শেষ দিকে থাকা নিমকে ৩-০ গোলে উড়িয়ে জয়ে ফিরেছে পিএসজি।

২৩ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলা নিমের এটি ১৫তম হার।

অন্য ম্যাচে নিসকে ২-১ গোলে হারানো মোনাকো ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। দিজোঁর মাঠে ১-০ গোলে জয়ী লিওঁ সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।শীর্ষে থাকা লিলের পয়েন্ট ৫১।

আগের ম্যাচে লরিয়ঁর কাছে হেরে আসা পিএসজি এদিন এগিয়ে যায় অষ্টাদশ মিনিটে। কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ডি মারিয়া।

আক্রমণ অব্যাহত রাখা পিএসজির ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট হচ্ছিল বারবার। অবশেষে ৩৬তম মিনিটে সফল হয় তারা। ডান দিক দিয়ে আক্রমণে উঠলেও শেষ পর্যন্ত সুবিধা করতে পারেননি এমবাপে। বল তার পা ঘুরে যায় মারিয়ার কাছে। তার ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন সারাবিয়া।

৬৮তম মিনিটের গোলে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় পিএসজি। দারুণ বাঁকানো শটে জাল খুঁজে নেন এমবাপে। চলতি লিগে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা ফরাসি ফরোয়ার্ডের এটি ১৫তম গোল।