Home জেলা সংবাদ চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

SHARE

চট্টগ্রামে বালু বহনকারী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় বহদ্দারহাট-শাহআমানত সেতু সংযোগ সড়কে ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. অহিদ মিয়া (৫৫), মো. শহীদ মাঝি (৬২) ও মো. আব্দুল মান্নান (৪০)। তাদের মধ্যে মো. অহিদ মিয়া সিএনজি অটোরিকশা চালক ও বাকি দুজন শ্রমিক।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বলেন, নিহতরা কাজ শেষে সিএনজি অটোরিকশায় বাসায় ফিরছিলেন। রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকটি ধাক্কা দিলে সিএনজি অটোরিকশায় থাকা সাত জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে।