করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২২১। এছাড়া করোনায় শনাক্ত হয়েছে আরও ৩১৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ লাখ ৬২ হাজার ৭৭৪টি। এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫৫৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪ লাখ ৮৩ হাজার ৯৩১ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে। মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৮৯ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৫৩ শতাংশ।