পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাজধানীসহ বিভিন্ন স্থানে কর্মরত এসব কর্মকর্তাকে জনস্বার্থে বদলি করা হয়েছে। তাদের দ্রুত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।