দেশব্যাপী করোনা টিকাদান কর্মসূচির তৃতীয় দিন আজ। সকাল ৯টা থেকে বিভিন্ন কেন্দ্রে দেয়া হবে ভ্যাকসিন।
করোনার টিকা নেয়ার পদ্ধতি সহজ করতে বেশ কয়েকটি সিদ্ধান্তে পরিবর্তন এনেছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকার জন্য আবেদনের বয়সসীমা ৫৫ থেকে কমিয়ে ৪০ বছর করা হয়েছে। এছাড়া নিবন্ধনে জটিলতা হলে জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই ভ্যাকসিন দেয়া যাবে। পাশাপাশি সম্মুখ সারির যোদ্ধাদের পরিবারের ১৮ বছরের বেশি বয়সী সদস্যরা এখনই টিকা নিতে পারবেন বলে জানিয়েছে অধিদপ্তর।
এ পর্যন্ত ৫ লাখ, ১২ হাজার ৫ জন টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন, তাদের বড় ধরণের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।