Home জেলা সংবাদ টেকনাফে বাসচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

টেকনাফে বাসচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

SHARE

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় যাত্রাবাহী একটি মিনিবাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো এক জন।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তাদের উদ্ধার করা হয়েছে। তবে এখনো পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের কাজ চলছে।