Home জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসিতে ৯৯ দশমিক ৯৯ শতাংশ পাস

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসিতে ৯৯ দশমিক ৯৯ শতাংশ পাস

SHARE

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে ৯৯ দশমিক ৯৯ ভাগ শিক্ষার্থী পাস করেছে।

রবিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, এবার নিবন্ধিত ৬৪ হাজার ৯৯৫ শিক্ষার্থী আগেই পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে মাত্র ৫ শিক্ষার্থী কৃতকার্য হয়নি। উত্তীর্ণদের মধ্যে ৪ জন ‘এ প্লাস’, ৬৯১ জন ‘এ’, ৪ হাজার ৭০২ জন ‘এ মাইনাস’, ১৭ হাজার ১৭৯ জন ‘বি’, ৩৬ হাজার ২৯৩ জন ‘সি’ এবং ৬ হাজার ১২১ জন ‘ডি’ গ্রেড পেয়েছে। উত্তীর্ণদের মধ্যে ৩৬ হাজার ২২৫ ছাত্র এবং ২৮ হাজার ৭৩৫ ছাত্রী।