Home খেলা আফগানিস্তান টেস্ট দলে ৮ নতুন মুখ

আফগানিস্তান টেস্ট দলে ৮ নতুন মুখ

SHARE

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ১৯ সদস্যের এ দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড।

ঘোষিত দলে রয়েছে একাধিক চমক। প্রথমবার টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন ৮ নতুন মুখ।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামী ২ ও ১০ মার্চ জিম্বাবুয়েকে মোকাবিলা করবে আফগানিস্তান। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটি তাদের পঞ্চম দ্বিপাক্ষিক সিরিজ। তবে এবারই প্রথম এক সিরিজে একাধিক টেস্ট খেলতে যাচ্ছে আফগানরা। এখন পর্যন্ত চার টেস্ট খেলে দুটি জিতেছে তারা।

তবে নতুনদের ভিড়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দলে আছেন রশিদ খান।

আফগানিস্তান দল: আসগর আফগান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদী, আফসার জাজাই, নাসির জামাল, আব্দুল মালিক, মুনির আহমেদ কাকার, শহীদউল্লাহ কামাল, বাহির শাহ মাহবুব, রশিদ খান, আমির হামজা, ফজল হক ফারুকী, সৈয়দ আহমেদ শিরজাদ, সেলিম সাফি, ওয়াফাদার মোহাম্মদ, জিয়া উর রহমান আকবর, ইয়ামিন আহমদজাই।