তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমেরিকা যাচ্ছি, বিশেষ করে নতুন সরকার আসছে। নতুন সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাই।’
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আজ রাতেই তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্কের উন্নয়ন করতে চাই। আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। আর আমেরিকাও অনেক বড় দেশ। তারা বাংলাদেশে এক নম্বর ইনভেস্টর।’
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে তার ব্রিফিংয়ের পরিকল্পনাও রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের একটি বৈঠকেও যোগ দেবেন তিনি।