ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২৫ রানে হারিয়ে বিশ্বরেকর্ড গড়েছে আফগানিস্তান। এদিনে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এই প্রথম টানা ১২টি ম্যাচ জয়ের রেকর্ড গড়লো আফগানরা।
গত তিন বছর ধরেই টি-টোয়েন্টিতে টানা জয়ের রেকর্ড দখলে রেখেছে আফগানিস্তান। এবার বাংলাদেশকে হারিয়ে সে রেকর্ডটি আরেক দফা বাড়িয়ে নিল রশিদ খানরা।
আফগানিস্তান এ পর্যন্ত এই ফরম্যাটে ৭৩ ম্যাচ খেলে জিতেছে ৫১টিতে, পরাজয় মাত্র ২২ ম্যাচে।
সর্বশেষ রবিবার মিরপুরে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের ১৬৫ রানের জবাবে বাংলাদেশ ১৩৯ রানে গুটিয়ে যায়। ফলে ২৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিবরা। অন্যদিকে আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের অবস্থান আরও মজবুত করলে।
টি-টোয়েন্টিতে টানা জয়ের রেকর্ড
১. আফগানিস্তান – ১২* ম্যাচ (২০১৮-১৯)
২. আফগানিস্তান – ১১ ম্যাচ (২০১৬-১৭)
৩. পাকিস্তান – ৯ ম্যাচ (২০১৮)
৪. ইংল্যান্ড – ৮ ম্যাচ (২০১০-১১)
৫. আয়ারল্যান্ড – ৮ ম্যাচ (২০১২)