Home আন্তর্জাতিক করোনার টিকা নিলেন নরেন্দ্র মোদি

করোনার টিকা নিলেন নরেন্দ্র মোদি

SHARE

করোনাভাইরাসের টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার টুইটারে টিকা নেওয়ার ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন।

টুইটে মোদি জানান, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে গিয়ে করোনার টিকার প্রথম ডোজ নেন তিনি।

ভারতকে করোনা মুক্ত করতে দেশবাসীকে একজোট হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, কভিড-১৯ -এর সঙ্গে বিশ্ববাসীর লড়াইয়ে ভারতের বিজ্ঞানী এবং চিকিৎসকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি সকলকে টিকা নেওয়ার জন্য আবেদন জানান।