Home বিনোদন করোনায় আক্রান্ত নুসরাত!

করোনায় আক্রান্ত নুসরাত!

SHARE

তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। রাজনীতি ও ব্যক্তিগত জীবন নিয়ে নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন তিনি। এদিকে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে—করোনায় আক্রান্ত হয়েছেন নুসরাত জাহান! কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার পর সমস্ত কাজও বাতিল করেছেন তিনি।

এ খবরের সত্যতা জানতে ভারতীয় একটি সংবাদমাধ্যম নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এ খবর মিথ্যা বলে উড়িয়ে দেন তিনি। নুসরাত বলেন, আমার জ্বর এসেছে, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছেন, ‘ভাইরাল ফিভার’। সে অনুযায়ী ঔষধ দিয়েছেন। কোভিডে আক্রান্ত হলে নিজেই সবাইকে জানাব। ডাক্তারের পরামর্শ ছাড়া কোভিড-১৯ পরীক্ষা করাব না।

অন্যদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। প্রচার নিয়ে ব্যস্ত সব পক্ষ। বসিরহাট কেন্দ্রের সাংসদ নুসরাতও ভোটযুদ্ধে সামিল হয়েছেন।