যে কেনো সময় হতে জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের ভোট গ্রহণ। আজ বিকেলে সব কাউন্সিলরদের নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।ছাত্রদলের সাংগঠনিক সকল জেলা ও ইউনিটের কাউন্সিলরদেরকে বিকেল ৫টার মধ্যে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। সারাদেশে ছাত্রদলের মোট ৫৩৪ জন কাউন্সিলর রয়েছেন। তবে এদের মধ্যে কিছু সংখ্যক কাউন্সিলর নানা কারণে উপস্থিত থাকতে পারবেন না।জানা গেছে, বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফের আলোচনা করবেন কাউন্সিল নিয়ে। এরপর হবে ভোট গ্রহণের সিদ্ধান্ত। পাশাপাশি কাউন্সিল নিয়ে আদালতের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিষয়টি আইনজীবীরা যথা সময়ে পদক্ষেপ নিবেন।
ভোট গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে কাউন্সিলরদের মাঝে ছবি যুক্ত পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। অপেক্ষা শুধু অনুকুল পরিবেশে ভোট গ্রহণের। যেকোনো সময় ছাত্রদলের কাউন্সিলে ভোট গ্রহণের সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বিকেল পাঁচটায় কাউন্সিলরদের নয়া পল্টনে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে তারা উপস্থিত হয়ে কি করবেন তা কেউই জানে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই সে বিষয়ে নির্দেশনা দিবেন বলে মন্তব্য করেন তিনি।