Home আন্তর্জাতিক করোনা: বেশি বয়সিদের সুরক্ষা দেয় অক্সফোর্ড ও ফাইজারের টিকা

করোনা: বেশি বয়সিদের সুরক্ষা দেয় অক্সফোর্ড ও ফাইজারের টিকা

SHARE

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজার-বায়োএনটেকের করোনার ভ্যাকসিন ৭০ বছরের বেশি বয়সিদের মধ্যে গুরুতর অসুস্থতার হার কমাতে খুবই কার্যকর।

হাসপাতালে ভর্তির হারও ৮০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম এই দুই ভ্যাকসিন। যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোমবার প্রকাশ করা হয় গবেষণাটি।

ব্যাপক হারে ভ্যাকসিন প্রয়োগের পর গেল জানুয়ারি থেকে দেশটির নাগরিকদের ওপর এই গবেষণা করা হয়।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হনকক জানান, প্রথম ডোজ নেয়ার ৩৫ দিন পর ফাইজারের চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিন বেশি সুরক্ষা দেয় বলে দেখা গেছে গবেষণায়। ৮০ বছরের বেশি বয়সি করোনা আক্রান্তদের আইসিইউতে ভর্তির সংখ্যা আগের চেয়ে অনেক কমেছে বলে জানান তিনি।

এদিকে, এঘোষণার মধ্যেই ৬৫ বছরের বেশি বয়সিদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে ফ্রান্স।