Home আন্তর্জাতিক ফের বিশ্বে করোনা শনাক্ত বেড়েছে

ফের বিশ্বে করোনা শনাক্ত বেড়েছে

SHARE

টানা ৭ সপ্তাহ করোনা শনাক্ত কম থাকার পর গত সপ্তাহে ফের বিশ্বে শনাক্ত বেড়েছে।

সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসাস। শনাক্ত বেড়ে যাওয়ার ঘটনা হতাশাজনক হলেও বিস্ময়কর নয় বলে মন্তব্য করেছেন তিনি।

শুধু ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির ওপর ভরসা করে বিধিনিষেধ শিথিল না করার আহ্বান জানান জানান তিনি। একই সঙ্গে সম্পদশালী দেশগুলোর ভ্যাকসিন জমা করে রাখার পদক্ষেপের নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এ ছাড়া মিয়ানমারে জরুরি স্বাস্থ্যকর্মীদের আটকের খবরে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।

সংস্থাটির এমার্জেন্সি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান বলেন, ভ্যাকসিন প্রয়োগের কারণে করোনা নিয়ন্ত্রণে এসেছে, তা এখনই বলা যাচ্ছে না। সোমবার আফ্রিকার দেশ ঘানা ও আইভরি কোস্টে কোভ্যাক্স প্রকল্পের আওতায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।